এনবিএল ব্যাংকের নতুন চেয়ারম্যান সৈয়দ ফারহাত আনোয়ার
- Update Time : ০৫:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ৩০৭ Time View
বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ঢাবির সাবেক অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া নতুন পর্ষদে পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।
এছাড়া নতুন পরিচালনা পর্ষদে আগের পর্ষদের ৩ জন পরিচালক আছেন। বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আগের পর্ষদে ৮ জন পরিচালক ছিলেন।
নওরোজ/এসএইচ





























































































































































































