ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

একীভূত রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধান : কংগ্রেসের আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম
  • Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ১৫ Time View

ফিলিস্তিন ও ইসরাইল মিলে এক রাষ্ট্র গঠনের সমস্যার সমাধান হতে পারে বলে মতামত প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস আয়োজিত “ফিলিস্তিন-ইসরায়েল সংকট: সমাধান কোন্ পথে” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে আদি ফিলিস্তিন ভূখন্ডে ‘জেরুজালেম’ বা ‘কেনান’ নামে একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে যেখানে মুসলিম ও ইহুদীরা মিলেমিশে বসবাস করবে।

২ নভেম্বর শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, মানুষ সভ্যতার চরম শিখরে উঠলেও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দশকের পর দশক মানবেতর জীবন-যাপন করা ফিলিস্তিনিদের দুঃখ কেউ দেখেনা। পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব। উল্টো তারা ইসরায়েলকে ফিলিস্তিনিদের প্রতি সব ধরণের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে। পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিন ও ইসরাইলকে একীভূত করে বহুধর্মী নয়া রাষ্ট্র গঠন করতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী কবি ফরহাদ মাজহার এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাজান উপস্থিত ছিলেন। সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, দৈনিক নয়া দিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগ’র চেয়ারম্যান এ্যাডভোকেট মোহসীন রশীদ, সাবেক সিনিয়র সচিব ও কুটনীতিক মসয়ূদ মান্নান, সাবেক কুটনীতিক মেজর জেনারেল আমসাআ আমিন (অবঃ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ ইফতিখারুল আলম মাসউদ, ইসলামী চিন্তাবিদ ডঃ মুহাম্মদ ঈসা শাহেদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, গণমুক্তিজোট’র চেয়ারম্যান ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ গণআজাদী লীগ’র সভাপতি মোহাম্মদ আতা উল্লাহ খান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ ফারুক হাসান, বাংলাদেশ হিন্দু মহাজোট’র মহাসচিব এ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. ফারুক হাসান, আব্দুল হক প্রমুখ অলোচনায় অংশ নেন। এছাড়াও ইরান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জাভেদ আস্কারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনিদেরকে মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের প্রতি জাতিসংঘ বা বিশ্বের পরাশক্তিগুলি সঠিক দায়িত্ব পালন করছে না। এমনকি মুসলিম বিশ্বের সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। তবে যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে নয়, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা প্রতিরোধ গোষ্ঠিগুলোকেও তাদের কৌশল পরিবর্তন করতে হবে। শিক্ষা, প্রযুক্তি জ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে থাকা দেশ ও প্রতিরোধ গোষ্ঠিগুলোকে উন্নত হতে হবে।

সেমিনারে বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য মোহাম্মদ শাহজাহান, এম এ মুঈদ হোসেন খান আরিফ ও এ্যাডঃ মোঃ জিয়াউর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শাজাহান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবলু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রঊফ খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সাআদাত উল করীম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ খোকন খন্দকার বাবু, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, যুগ্ম সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক হাসান শেঠ, শ্রমিক নেতা সেলিম রেজা বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একীভূত রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধান : কংগ্রেসের আন্তর্জাতিক সেমিনারে বক্তারা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম
Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ফিলিস্তিন ও ইসরাইল মিলে এক রাষ্ট্র গঠনের সমস্যার সমাধান হতে পারে বলে মতামত প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেস আয়োজিত “ফিলিস্তিন-ইসরায়েল সংকট: সমাধান কোন্ পথে” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে আদি ফিলিস্তিন ভূখন্ডে ‘জেরুজালেম’ বা ‘কেনান’ নামে একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে যেখানে মুসলিম ও ইহুদীরা মিলেমিশে বসবাস করবে।

২ নভেম্বর শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, মানুষ সভ্যতার চরম শিখরে উঠলেও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দশকের পর দশক মানবেতর জীবন-যাপন করা ফিলিস্তিনিদের দুঃখ কেউ দেখেনা। পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব। উল্টো তারা ইসরায়েলকে ফিলিস্তিনিদের প্রতি সব ধরণের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে। পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিন ও ইসরাইলকে একীভূত করে বহুধর্মী নয়া রাষ্ট্র গঠন করতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী কবি ফরহাদ মাজহার এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাজান উপস্থিত ছিলেন। সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, দৈনিক নয়া দিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগ’র চেয়ারম্যান এ্যাডভোকেট মোহসীন রশীদ, সাবেক সিনিয়র সচিব ও কুটনীতিক মসয়ূদ মান্নান, সাবেক কুটনীতিক মেজর জেনারেল আমসাআ আমিন (অবঃ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ ইফতিখারুল আলম মাসউদ, ইসলামী চিন্তাবিদ ডঃ মুহাম্মদ ঈসা শাহেদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, গণমুক্তিজোট’র চেয়ারম্যান ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ গণআজাদী লীগ’র সভাপতি মোহাম্মদ আতা উল্লাহ খান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ ফারুক হাসান, বাংলাদেশ হিন্দু মহাজোট’র মহাসচিব এ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. ফারুক হাসান, আব্দুল হক প্রমুখ অলোচনায় অংশ নেন। এছাড়াও ইরান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি জাভেদ আস্কারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনিদেরকে মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের প্রতি জাতিসংঘ বা বিশ্বের পরাশক্তিগুলি সঠিক দায়িত্ব পালন করছে না। এমনকি মুসলিম বিশ্বের সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। তবে যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে নয়, ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা প্রতিরোধ গোষ্ঠিগুলোকেও তাদের কৌশল পরিবর্তন করতে হবে। শিক্ষা, প্রযুক্তি জ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে থাকা দেশ ও প্রতিরোধ গোষ্ঠিগুলোকে উন্নত হতে হবে।

সেমিনারে বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য মোহাম্মদ শাহজাহান, এম এ মুঈদ হোসেন খান আরিফ ও এ্যাডঃ মোঃ জিয়াউর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শাজাহান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবলু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রঊফ খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সাআদাত উল করীম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ খোকন খন্দকার বাবু, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, যুগ্ম সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক হাসান শেঠ, শ্রমিক নেতা সেলিম রেজা বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।