ব্রেকিং নিউজঃ
একজন উপদেষ্টার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো: রিজভী

নওরোজ ডেস্ক
- Update Time : ০৩:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১১৯ Time View
অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্য এক এগারো সরকারের ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে।
এ সময় সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।
নওরোজ/এসএইচ