এক মঞ্চে বাংলার জেমস ও পাকিস্তানের আলী আজমত
- Update Time : ০৪:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫২৩ Time View
ঢাকার কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে বাংলাদেশের রক তারকা জেমস ও পাকিস্তানের কিংবদন্তি রক তারকা আলি আজমতের একসঙ্গে পারফর্ম। এটি হবে দুই শিল্পীর প্রথম যৌথ মঞ্চ, যা দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করেছেন আয়োজকরা।
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্লানার মুকেশ গোয়ালা জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড ও লাইটিং নিশ্চিত করা হয়েছে। গেট বিকেল ৫টায় খুলবে এবং রাত ৮টায় বন্ধ হবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে শিল্পীদের পারফরম্যান্স।
জেমস কেবল বললেন, “১৪ নভেম্বর আবার সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা, গান হবে।” অন্যদিকে আলি আজমত ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আশা করছেন এটি স্মরণীয় হবে।
এ বছর জেমস ও আলি আজমত দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছেন। জেমস যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মঞ্চেও পারফর্ম করেছেন।
নন্দিত এই শিল্পী জানিয়েছেন, কনসার্টের বাইরে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেগুলোর কাজ শেষ হলেই একে একে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গান প্রকাশ নিয়ে এখনও নিশ্চিত করে কোনো দিন-তারিখ উল্লেখ করা সম্ভব নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































