এক প্রেমিকের জন্য দুই কিশোরীর তুমুল মারামারি, ভিডিও ভাইরাল

- Update Time : ০৪:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩২ Time View
দশম শ্রেণির দুই শিক্ষার্থী, পড়েন একই স্কুলে। দুইজনের পছন্দ একই ছেলেকে- এমনটি দুইজনে জানার পর প্রকাশ্যে তারা তুমুল মারামারি করেছে। এরই মধ্যে তাদের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলার দুই কিশোরীর মারামারির দৃশ্য ভাইরাল হয়েছে। গত বুধবার (১ জানুয়ারি) দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুই শিক্ষার্থী স্কুলের ড্রেস পড়া অবস্থায় আছে। তারা রাস্তার মধ্যে একে অপরকে লাথি দিচ্ছে, চুল ধরে টানছে এবং তাদের বন্ধুরা মারামারি থামানোর চেষ্টা করছে।
এনডিটিভি বলছে, গত মঙ্গলবার সিংওয়ালি পুলিশ স্টেশনের অধীনে আমিনগর সারাই শহরে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
সিংওয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘‘ভিডিওটি তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
জানা যায়, দুই কিশোরী তাদের স্কুলের একই ছেলেকে পছন্দ করে। ছেলেটির সঙ্গে তাদের সম্পর্কও হয়নি। শুধুমাত্র দুইজনে কয়েকবার কথা বলেছে। তবে যখন দুইজনে জানতে পারে যে তারা একই ছেলেকে পছন্দ করে- এরপরেই তারা মারামারিতে লিপ্ত হয়েছে।