ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে

এই সরকারের সময়ে দেশ শ্মশানে পরিণত হয়েছে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ২০৭ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, তাদেরই দ্বারস্থ হচ্ছে সরকার।

রোববার মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে এই সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। একের পর এক মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে চুরি করার জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

‘বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। আর বর্তমানে করা বীর মুক্তিযোদ্ধার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা যুদ্ধ করেননি।’

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা এ এফ এম আরিফউজ্জামান দিদার, হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই সরকারের সময়ে দেশ শ্মশানে পরিণত হয়েছে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
Update Time : ১২:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় সরকারের কাছে খারাপ ছিলো, তাদেরই দ্বারস্থ হচ্ছে সরকার।

রোববার মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে এই সম্মেলনের আয়োজন করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে এসে দেশ শ্মশানে পরিণত হয়েছে। একের পর এক মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে চুরি করার জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

‘বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। আর বর্তমানে করা বীর মুক্তিযোদ্ধার তালিকায় এমন অনেকের নাম রয়েছে যারা যুদ্ধ করেননি।’

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা এ এফ এম আরিফউজ্জামান দিদার, হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমুখ।