ব্রেকিং নিউজঃ
নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

নওরোজ ডেস্ক
- Update Time : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২০৮ Time View
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন উপদেষ্টা।
সাক্ষাতে আবু সাঈদের পরিবার তার নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করে। পরে উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ