উত্তরায় ট্রায়াল রুমে ক্যামেরা, ক্ষোভ প্রকাশ করলেন ইরফান সাজ্জাদ

- Update Time : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৪৮ Time View
অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমেও সক্রিয়।এবার একটি ভিডিও প্রকাশ করে খারাপ অভিজ্ঞতার কথা জানালেন এ অভিনেতা।
সম্প্রতি রাজধানী ঢাকার উত্তরায় একটি কাপড়ের শোরুমের ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীত পাশে অবস্থিত একটি শো-রুমে ঘটেছে এ ঘটনা।সেটিই জানিয়েছেন ইরফান সাজ্জাদ।
এ অভিনেতা ঘটনার একটি ভিডিও ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশ করে লিখেছেন, ‘খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম আজ (সোমবার)। উত্তরায় ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট ২-এর বিপরীতে একটি কাপড়ের শো-রুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরায় গোপনে মেয়েদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। ভুক্তভোগী ছিল আমার পরিচিত।
তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে মেয়েটি ট্রায়াল রুমে সিসি ক্যামেরার অস্তিত্ব টের পায় এবং দোকানদারকে সাহসিকতার সঙ্গে চার্জ করে। দোকানদার তাদেরকে সিনক্রিয়েট করতে নিষেধ করে এবং তাদেরকে দোকানে আটকে ফেলতে চায়। কিন্তু তাদের চিৎকারে আশপাশের কিছু লোক তাদের সাহায্য করতে এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।’
ইরফান লিখেছেন, ‘ভুক্তভোগীর মতে কর্মচারীদের পালিয়ে যেতে বিল্ডিংয়ের লোক সাহায্য করেছে।এর মধ্যে পুলিশ আসে এবং লোকটির মোবাইলে এ রকম অসংখ্য ভিডিও পাওয়া যায়। লোকটি দেখতে দাড়িওয়ালা ভদ্রলোক টাইপের! সাবধান থাকবেন আপনারা। চারপাশে সব ভদ্রবেশী নরপিশাচ।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়