ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন

উত্তরা প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫১ Time View

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিকালে রাজধানীর উত্তরা সার্বজনীন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রত্যক্ষ ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পূজা মন্ডপে দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে নানা বিষয়ে কথা বলেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশ গ্রহণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে আনসার-ভিডিপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আনসার-ভিডিপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সফল ভাবে প্রতিহত করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পূজামণ্ডপে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এবারের নিরাপত্তা ব্যবস্থায় তরুণ আনসার ভিডিপি সদস্যদের সক্রিয় অংশ গ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম—সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর।

এ সময় উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, পূজার ৫ দিনসহ পূজার আগে ৩ দিন এবং পূজার পরে ১দিন মোট ৯ দিনব্যাপী নিরাপত্তা দায়িত্ব পালনের উদ্যোগ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার আস্থা আরও বৃদ্ধি করবে।

তিনি বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। মহাপরিচালকের এ পরিদর্শনকালে তার সাথে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ সাইফুল্লাহ রাসেল, ঢাকা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মোঃ আসাদুজ্জামান গণি, বাহিনীর অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন

উত্তরা প্রতিনিধি
Update Time : ০৩:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিকালে রাজধানীর উত্তরা সার্বজনীন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রত্যক্ষ ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পূজা মন্ডপে দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে নানা বিষয়ে কথা বলেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশ গ্রহণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে আনসার-ভিডিপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আনসার-ভিডিপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সফল ভাবে প্রতিহত করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পূজামণ্ডপে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এবারের নিরাপত্তা ব্যবস্থায় তরুণ আনসার ভিডিপি সদস্যদের সক্রিয় অংশ গ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম—সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর।

এ সময় উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি নৃপেন চন্দ্র আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, পূজার ৫ দিনসহ পূজার আগে ৩ দিন এবং পূজার পরে ১দিন মোট ৯ দিনব্যাপী নিরাপত্তা দায়িত্ব পালনের উদ্যোগ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার আস্থা আরও বৃদ্ধি করবে।

তিনি বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। মহাপরিচালকের এ পরিদর্শনকালে তার সাথে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ সাইফুল্লাহ রাসেল, ঢাকা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, পরিচালক (ঢাকা মহানগর আনসার) মোঃ আসাদুজ্জামান গণি, বাহিনীর অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।