উত্তর সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

- Update Time : ০৪:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ১৫৪ Time View
সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে এই হামলা হয়েছে। সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) সঙ্গে সম্পর্কিত জ্বালানি বিভাগ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তিশরিন বাঁধ মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। বিমান হামলার পর সিরিয়ার উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব এলাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে এবং উত্তর ও পূর্ব সিরিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অবিলম্বে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।
প্রসঙ্গত, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়