ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ৭৩ Time View

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই আলোচনায় তিনি। এবার সদ্য সাবেক বাইডেন প্রশাসনের কাছ থেকে ‘শত্রু’ তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই রিপাবলিক নেতা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়া হেরাল্ড’ এ তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও আমাদের জন্য শত্রু বা হুমকি নয়। তবে হ্যাঁ, এ কথা সত্য যে আমাদের শত্রুর অভাব নেই। এ মুহূর্তে অনেকের কথাই চিন্তায় আছে। কিন্তু আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর (যুক্তরাষ্ট্রের) শত্রু নয়।

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষর করার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে আসেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করতাম, তিনিও আমাকে পছন্দ করতেন। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল।

এ সময় সদ্য সাবেক বাইডেন প্রশাসন নিয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, বাইডেন প্রশাসন ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি। কিন্তু কিম এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা। আর আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পই এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দেখা করেছেন। এখন পর্যন্ত তিনি কিমের সঙ্গে তিনটি সম্মেলনে দেখা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের শত্রু নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই আলোচনায় তিনি। এবার সদ্য সাবেক বাইডেন প্রশাসনের কাছ থেকে ‘শত্রু’ তকমা পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই রিপাবলিক নেতা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়া হেরাল্ড’ এ তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর হলেও আমাদের জন্য শত্রু বা হুমকি নয়। তবে হ্যাঁ, এ কথা সত্য যে আমাদের শত্রুর অভাব নেই। এ মুহূর্তে অনেকের কথাই চিন্তায় আছে। কিন্তু আমি মনে করি উত্তর কোরিয়া এখন আর (যুক্তরাষ্ট্রের) শত্রু নয়।

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর নির্বাহী আদেশে স্বাক্ষর করার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে আসেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে পছন্দ করতাম, তিনিও আমাকে পছন্দ করতেন। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল।

এ সময় সদ্য সাবেক বাইডেন প্রশাসন নিয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, বাইডেন প্রশাসন ভেবেছিল উত্তর কোরিয়া একটি বড়সড় হুমকি। কিন্তু কিম এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের নেতা। আর আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পই এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দেখা করেছেন। এখন পর্যন্ত তিনি কিমের সঙ্গে তিনটি সম্মেলনে দেখা করেছেন।