উগান্ডায় ভূমিধ্বসে ৩০ জনের মৃত্যু

- Update Time : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ১১০ Time View
উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধ্বসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধ্বস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।
বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মুসুগু গ্রামে ভূমিধ্বসের ঘটনায় আমরা ৩০ জনকে হারিয়েছি।
তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভূমিধ্বসের কারণে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন হয়তো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়