উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল

- Update Time : ০৯:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ১০ Time View
উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিসেস সুসান রাইলের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় তারা আইওএম পরিচালিত উইমেন্স গার্লস সেভ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখেন।
রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উখিয়া ময়নারঘোনা ১১ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিসেস সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সচিব (১ম) মি. নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা সচিব (৩য়) মা. হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মিসেস বনশ্রী সরকার, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার মি. হাসিন সাদাব ভূঁইয়া।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএন উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান জানান, সকালে উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। তারা ক্যাম্প ১২’র জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত যৌথ নিবন্ধন সাইটে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এছাড়াও তারা রোহিঙ্গাদের ডাটাবেজ রেজিস্ট্রার সেন্টার পরিদর্শন করেন। মিয়ানমার থেকে আগত নতুন রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া ঘুরে দেখেন।
এদিকে দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প ১৮ ই ব্লকে আইওএম’র পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। ম্যাপ-স্কেচের মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
প্রতিনিধি দলটি পরবর্তীতে দুপুর ২টা ৫০ মিনিটের সময় উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়