উখিয়া বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- Update Time : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১০২ Time View
কক্সবাজার উখিয়ায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌনে ১টার দিকে উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। অপরজনের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহত দুইজন মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম সোহেল বলেন, মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেন। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়