ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে

ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

পাবনা প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ১৫৫ Time View

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত ওই সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে সমন্বয়কের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা

পাবনা প্রতিনিধি
Update Time : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত ওই সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।