ইস্তাম্বুলে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছুটি নাকি শুটিং?

- Update Time : ০৭:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪১ Time View
টালিপাড়ার যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন। কয়েক মাস আগেও এ জুটি ঘুরতে গিয়েছিলেন গ্রিসে। এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার গন্তব্য তুরস্ক। অনেকটা চুপিসারে ইস্তাম্বুলে গেছেন তারা।
শুক্রবার অঙ্কুশ-ঐন্দ্রিলা ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু ছবি শেয়ার করেন। সেখানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দেখা গেছে তাকে।
অঙ্কুশ তার স্টোরিতে তুরস্কের বিখ্যাত খাবার শওয়ারমার ছবি দেন। আবার শনিবার ইস্তাম্বুলের রাস্তায় নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ঐন্দ্রিলা।
এই ছবি দেখেই ভক্তদের প্রশ্ন—কোনও বিশেষ শুটিংয়ের জন্য কী ইস্তাম্বুলে হাজির হয়েছেন? নাকি নিছক ভ্রমণ?
সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, কোনও শুটিং নয়, দুজনে ছুটি কাটাতেই এই নয়নাভিরাম শহরে উপস্থিত হয়েছেন।
অবশ্য গোপনে যে ভ্রমণ শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। তবে, যুগলে একসঙ্গে কিন্তু কোনও ছবি পোস্ট করেননি।
পরে সেই স্টোরির মেয়াদ শেষ হলেও শেষরক্ষা হয়নি। ঐন্দ্রিলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
কলকাতায় ফেরার পর অবশ্য ‘অসুখ বিসুখ’ ছবির শুটিং শেষ করবেন অঙ্কুশ। শোনা যাচ্ছে, পুজোর পর তিনি নতুন ছবির কাজ শুরু করতে পারেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়