ইসরায়েলি রাষ্ট্রদূতের ওপর হামলার অভিযোগ মানেনি ইরান
- Update Time : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৯৪২ Time View
মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ-নেইগারকে হত্যার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে ইরান। শুক্রবার (৭ নভেম্বর) দেশটি জানায়, এই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট, যা তেহরান ও মেক্সিকোর সম্পর্ক নষ্ট করার জন্য তোলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
মেক্সিকোতে ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, “এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা ও মিডিয়ার বানানো গল্প। এর মাধ্যমে ইরান ও মেক্সিকোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”
দূতাবাস আরও জানায়, “আমরা কখনো আমাদের মেক্সিকান বন্ধুদের ভাবমূর্তি নষ্ট করব না। মেক্সিকোর স্বার্থের বিরুদ্ধে কিছু করা মানে নিজেদের স্বার্থের বিরোধিতা করা। মেক্সিকোর আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা আমাদের অগ্রাধিকার।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে—এই পরিকল্পনার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স জড়িত।
মার্কিন এক কর্মকর্তা বলেন, ২০২৪ সালের শেষ দিকে এই ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু হয়। তবে চলতি বছরের শুরুতেই তা গোয়েন্দা সংস্থা ভেস্তে দেয়।
ওই কর্মকর্তা আরও বলেন, “ইরান দীর্ঘদিন ধরে কূটনীতিক, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর হামলার চেষ্টা চালিয়ে আসছে। এমন কার্যক্রম বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়।”
তবে যুক্তরাষ্ট্র এই ঘটনার কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনও কোনো মন্তব্য করেনি।




































































































































































































