ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হাইপারসনিক মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৮ Time View

ইসরায়েলের তেল আবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার দিনগত রাতে এ কথা জানিয়েছেন।

ইয়াহিয়া উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়ে পালিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতাকামী সঙ্গে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী – সেখানে সাধারণ মানুষের ওপর নিত্যদিনের গণহত্যা, সাহায্য অবরোধ এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার আলোকে গাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করে।

ইয়েমেনের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান জোরদার এবং সম্প্রসারণ অব্যাহত রাখবে।

ইয়াহিয়া উল্লেখ করেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ আকাশপথে অবরোধ আরোপ করবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোকে চলাচলে বাধা প্রদান অব্যাহত রাখবে।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা ইসরায়েলে সামরিক সরবরাহ বন্ধ করতে এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলের স্থল ও বিমান আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের আক্রমণ চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হাইপারসনিক মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ইসরায়েলের তেল আবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার দিনগত রাতে এ কথা জানিয়েছেন।

ইয়াহিয়া উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়ে পালিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতাকামী সঙ্গে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী – সেখানে সাধারণ মানুষের ওপর নিত্যদিনের গণহত্যা, সাহায্য অবরোধ এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার আলোকে গাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করে।

ইয়েমেনের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান জোরদার এবং সম্প্রসারণ অব্যাহত রাখবে।

ইয়াহিয়া উল্লেখ করেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ আকাশপথে অবরোধ আরোপ করবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোকে চলাচলে বাধা প্রদান অব্যাহত রাখবে।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা ইসরায়েলে সামরিক সরবরাহ বন্ধ করতে এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলের স্থল ও বিমান আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের আক্রমণ চালিয়ে যাবে।