ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাচ্ছে মেটা ইসরাইলি হামলায় গাজায় দুই শিশুসহ নিহত ৫ সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ইসির নিবন্ধন সার্টিফিকেট পেয়েছে এনসিপি ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে: ইসি সানাউল্লাহ আরেক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন জয় আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া দাম কমিয়ে বৈধ আমদানি বাড়াতে মোবাইল ফোনে শুল্ক কমছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

ইসরাইলি হামলায় গাজায় দুই শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৯ Time View

ফিলিস্তিনে ইসরাইলের এক হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ সৈন্য আহত হওয়ার পর এ হামলা হয়।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ‘দুই শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংস্থাটি জানায়, খান ইউনিসের কুয়েতি ফিল্ড হাসপাতালের কাছের একটি আশ্রয় কেন্দ্রে এ হামলা চালানো হয়।

হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৩২ জন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে লড়াই অনেকটা থেমে গেলেও ইসরাইল ও হামাস উভয়েই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার পূর্ব রাফাহ এলাকায় অভিযানের সময় সৈন্যরা কয়েকজন যোদ্ধার মুখোমুখি হয়। তারা মাটির নিচের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়, এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। আরো দুই সেনা ও এক অফিসার মাঝারি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ও তাদের পরিবারকে জানানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর আহত সৈন্যদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন।

গাজার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্ব রাফাহ এলাকায় দখলদার বাহিনীর যান থেকে তীব্র গোলাবর্ষণ হয়। একই সময়ে যুদ্ধবিমান থেকেও ভারী গুলি ছোড়া হয়।

সূত্রটি আরো জানায়, একটি ইসরাইলি হেলিকপ্টারও সেখানে অবতরণ করেছে।

ইসরাইলি সেনারা রোববার জানায়, গত সপ্তাহে তারা রাফাহ এলাকায় টানেল লক্ষ্য করে অভিযানে ৪০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। ওই এলাকায় বহু হামাস যোদ্ধা টানেলের ভেতরে অবস্থান করছে।

এএফপিকে একাধিক সূত্র গত সপ্তাহে জানায়, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার গাজার এক শীর্ষ হামাস সদস্য জানান, তাদের হিসাব অনুযায়ী ওই টানেলে ৬০ থেকে ৮০ জন যোদ্ধা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের বিরুদ্ধে হামাসের হামলা চালানোর পর গাজার যুদ্ধ শুরু হয় । ওই ঘটনায় ১ হাজার ২২১ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরাইলের পাল্টা হামলায় অন্তত ৭০ হাজার ১১৭ জন নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের তিন সৈন্য নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

ইসরাইলি হামলায় গাজায় দুই শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলের এক হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ সৈন্য আহত হওয়ার পর এ হামলা হয়।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ‘দুই শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

সংস্থাটি জানায়, খান ইউনিসের কুয়েতি ফিল্ড হাসপাতালের কাছের একটি আশ্রয় কেন্দ্রে এ হামলা চালানো হয়।

হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৩২ জন।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে লড়াই অনেকটা থেমে গেলেও ইসরাইল ও হামাস উভয়েই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার পূর্ব রাফাহ এলাকায় অভিযানের সময় সৈন্যরা কয়েকজন যোদ্ধার মুখোমুখি হয়। তারা মাটির নিচের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়, এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। আরো দুই সেনা ও এক অফিসার মাঝারি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ও তাদের পরিবারকে জানানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর আহত সৈন্যদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন।

গাজার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্ব রাফাহ এলাকায় দখলদার বাহিনীর যান থেকে তীব্র গোলাবর্ষণ হয়। একই সময়ে যুদ্ধবিমান থেকেও ভারী গুলি ছোড়া হয়।

সূত্রটি আরো জানায়, একটি ইসরাইলি হেলিকপ্টারও সেখানে অবতরণ করেছে।

ইসরাইলি সেনারা রোববার জানায়, গত সপ্তাহে তারা রাফাহ এলাকায় টানেল লক্ষ্য করে অভিযানে ৪০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। ওই এলাকায় বহু হামাস যোদ্ধা টানেলের ভেতরে অবস্থান করছে।

এএফপিকে একাধিক সূত্র গত সপ্তাহে জানায়, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার গাজার এক শীর্ষ হামাস সদস্য জানান, তাদের হিসাব অনুযায়ী ওই টানেলে ৬০ থেকে ৮০ জন যোদ্ধা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের বিরুদ্ধে হামাসের হামলা চালানোর পর গাজার যুদ্ধ শুরু হয় । ওই ঘটনায় ১ হাজার ২২১ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরাইলের পাল্টা হামলায় অন্তত ৭০ হাজার ১১৭ জন নিহত হন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের তিন সৈন্য নিহত হয়েছেন।