ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস

- Update Time : ১১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ২২ Time View
নরওয়েজিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস (এলও)-এর ইহুদি (ইসরাইলি) দখলদারিত্ব বর্জন এবং তাদের কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করেছে। তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি এই সিদ্ধান্তকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।
শুক্রবার কুদস প্রেস থেকে পাওয়া এক বিবৃতিতে হামাস বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নগুলোকে এই নৈতিক অবস্থান গ্রহণ এবং ফ্যাসিবাদী সত্তাকে বিচ্ছিন্ন করার এবং মানবতাবিরোধী অপরাধ প্রকাশ করার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করে চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
এর আগে, এলও ট্রেড ইউনিয়ন শুক্রবার এক সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইসরাইল ও তাদের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের জন্য ভোট দিয়েছে।
কনফেডারেশনের উপ-নেতা স্টেইনার ক্রোগস্ট্যাড গত মঙ্গলবার বলেছিলেন, ‘আমরা চাই যে তহবিলটি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হোক।’
তিনি বলেন, নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের সাধারণ নীতি হল এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বিনিয়োগ করে না।
এলও নরওয়ের বৃহত্তম ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এবং ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে জোটবদ্ধ। ঐতিহ্যবাহী শ্রম অধিকার ইস্যুর বাইরেও ইউনিয়নটির প্রভাব বিস্তৃত।