ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ঢাবিতে ধূমপানে জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আওয়ামীলীগ – মঈন খান সালমান শাহ’র স্ত্রী সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা ঘুমের মধ্যে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা   ১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ,আগুন সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২০২ Time View

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন নিয়মিতভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সামাজিক বিভেদ তৈরি করছে। তারা বলেন, একটি ধর্মীয় সংগঠনের নামে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—এই সংগঠনের কর্মকাণ্ড তদন্ত করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক।”

আরেক শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম হক অভি বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। কেউ যদি ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী। ইসকন এই সীমা অতিক্রম করেছে।”

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, ইসকনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচীর ডাক দিবেন।

এ বিক্ষোভ মিছিলে আব্দুল্লাহিল কাফী,  শেখ সাফায়েত সামির, মুহাম্মদ ফাহিম হক অভি, এস এম রাইয়ান নির্জন, আল জুরাইজ আকন্দ, রাফসান, মো. রায়হান আহমদ গালিব, মো. মোহাইমিনুল ইসলাম সামিসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন নিয়মিতভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সামাজিক বিভেদ তৈরি করছে। তারা বলেন, একটি ধর্মীয় সংগঠনের নামে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—এই সংগঠনের কর্মকাণ্ড তদন্ত করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক।”

আরেক শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম হক অভি বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। কেউ যদি ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী। ইসকন এই সীমা অতিক্রম করেছে।”

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, ইসকনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচীর ডাক দিবেন।

এ বিক্ষোভ মিছিলে আব্দুল্লাহিল কাফী,  শেখ সাফায়েত সামির, মুহাম্মদ ফাহিম হক অভি, এস এম রাইয়ান নির্জন, আল জুরাইজ আকন্দ, রাফসান, মো. রায়হান আহমদ গালিব, মো. মোহাইমিনুল ইসলাম সামিসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।