ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবী

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৭:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ৮০ Time View

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারন ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, আনসার আলীকে আমরা এখনো ফিরে পাইনি। বিএনপির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। এম. ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের মতো সিলেটবাসীও প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে হাসিনার আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। আমরা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীসহ সকল নেতাকর্মীদের অভিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।”

রোববার দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সিলেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আকড়ে রাখতে বিরোধীমতের শতশত নেতাকর্মীদের গুম ও গণহত্যা করেছে। আমাদের গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণখুনি হাসিনা দেশে মেসাকার চালিয়ে ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয় এতে বিচারের মুখোমুখি করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন কেদ্রীয়, জেলাও মহানগর বিএনপি নেতবৃন্দ।

এদিকে,সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীকে জনতার মধ্যে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।এর পূর্বে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ফেষ্টুন-ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় ইলিয়াস আলী ধ্বনিতে মুখরিত হয় গোটা বিশ্বনাথ পৌর শহর সহ আশপাশের এলাকা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবী

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৭:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারন ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, আনসার আলীকে আমরা এখনো ফিরে পাইনি। বিএনপির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। এম. ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের মতো সিলেটবাসীও প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে হাসিনার আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। আমরা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীসহ সকল নেতাকর্মীদের অভিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।”

রোববার দুপুর ১২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন সিলেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী হাসিনা ক্ষমতাকে আকড়ে রাখতে বিরোধীমতের শতশত নেতাকর্মীদের গুম ও গণহত্যা করেছে। আমাদের গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরে পাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণখুনি হাসিনা দেশে মেসাকার চালিয়ে ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয় এতে বিচারের মুখোমুখি করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন কেদ্রীয়, জেলাও মহানগর বিএনপি নেতবৃন্দ।

এদিকে,সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীকে জনতার মধ্যে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।এর পূর্বে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ফেষ্টুন-ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় ইলিয়াস আলী ধ্বনিতে মুখরিত হয় গোটা বিশ্বনাথ পৌর শহর সহ আশপাশের এলাকা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।