ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের বন্ধ ইসরাইলি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ২০ Time View

তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: মেহের নিউজ

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে।

জায়োনিস্ট সেনাবাহিনী দাবি করে বলেছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, এ হামলার পর অধিকৃত তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

Please Share This Post in Your Social Media

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের বন্ধ ইসরাইলি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে।

জায়োনিস্ট সেনাবাহিনী দাবি করে বলেছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, এ হামলার পর অধিকৃত তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র: মেহের নিউজ