ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে নিয়ে ‘গুজব’, কী বলছে পরিবার ও জেল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৪৭ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাটিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে বুধবার রাত থেকে। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন যে, ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ কেউ দাবি করেন যে- ইমরান খান কারাগারে মারা গেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তারা বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। তাকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারের নিয়ম অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মৃত্যুর খবরসহ অন্যান্য গুজব সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এটি প্রথমবার নয় যে, কারাগারে থাকাকালীন ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে এবার এই ধরনের খবর ছড়ানোর একটি কারণ হলো, গত তিন সপ্তাহ ধরে পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি, যা আরও গুজবের জন্ম দিয়েছে।

চলতি মাসে ইমরান খানের পরিবার ও দলের নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও দাবি করেছে যে সরকার ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করুক।

Please Share This Post in Your Social Media

ইমরান খানকে নিয়ে ‘গুজব’, কী বলছে পরিবার ও জেল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাটিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে বুধবার রাত থেকে। গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন যে, ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ কেউ দাবি করেন যে- ইমরান খান কারাগারে মারা গেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তারা বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। তাকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারের নিয়ম অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মৃত্যুর খবরসহ অন্যান্য গুজব সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এটি প্রথমবার নয় যে, কারাগারে থাকাকালীন ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে এবার এই ধরনের খবর ছড়ানোর একটি কারণ হলো, গত তিন সপ্তাহ ধরে পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি, যা আরও গুজবের জন্ম দিয়েছে।

চলতি মাসে ইমরান খানের পরিবার ও দলের নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও দাবি করেছে যে সরকার ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করুক।