ইবিতে দাওয়াহ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার

- Update Time : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৫৫ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দাওয়াহ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার প্রদান করা হয়েছে। এ সময় কোরআনের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই অর্থসহ কোরআন উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল কুরআন একাডেমি লন্ডনের সভাপতি হাফেজ ড. মুনির আহমদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মু. মাহমুদুল হাসান।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কোরআন বোঝা অত্যন্ত জরুরি। আমি সবসময় বলি, প্রকৃত মুসলমান হতে হলে এবং মুত্তাকী হতে হলে কোরআন বোঝার বিকল্প নেই। যে কিতাব হেদায়েতের জন্য নাজিল হয়েছে, তা যদি না বোঝা যায়, তাহলে মুত্তাকী হওয়া সম্ভব নয়।”