ব্রেকিং নিউজঃ
ইবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো. হাছান, ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
- Update Time : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৮ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এসময় বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পর এক শোক র্যালি বের হয়, যা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফী, সহকারী অধ্যাপক ফিরোজ হোসাইন-সহ বিভাগের শতাধিক শিক্ষার্থী।
নওরোজ/এসএইচ