ব্রেকিং নিউজঃ
ইবি ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. শেলিনা নাসরিন

মোহাম্মদ হাছান , ইবি প্রতিনিধি
- Update Time : ০৭:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৫০ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেলিনা নাসরিন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁকে আগামী দুই বছরের জন্য ১৭তম ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি অনুষদটির সাবেক ডিন অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
এ বিষয়ে ড. শেলিনা নাসরিন বলেন, আমি এখানকার ছাত্রী ছিলাম। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেই ব্যবসায় অনুষদ সুনামের সাথে এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, আমি অবশ্যই আমাদের সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা এবং নতুন শিক্ষকদের উদ্দীপনা ব্যবহার করে প্রয়োজনীয় কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করব।
Tag :
ইসলামী বিশ্ববিদ্যালয়