ইবি বিজনেস ক্লাবের সদস্য সংগ্রহের সাক্ষাৎকার অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইইউবিসি) বিজনেস ক্লাবের সদস্য সংগ্রহের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শ্রেণীকক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এই সাক্ষাৎকারে মোট ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিম হোসেন বলেন, “এই ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ছয়টি বিভাগের সমন্বয়ে প্রতিষ্ঠিত। ক্লাবের মূল উদ্দেশ্য হল পড়াশোনার পাশাপাশি বিজনেস রিলেটেড পেশাদার কার্যক্রমে শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “ক্লাবের যাত্রার শুরু থেকেই উপদেষ্টা প্যানেল ও ফ্যাকাল্টির শিক্ষকেরা আমাদের প্রতি অবারিত সহযোগিতা দিয়ে আসছেন। শীঘ্রই আমরা একটি বিজনেস ফেস্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছি।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের ছয়টি বিভাগের সম্মিলিত উদ্যোগে, এবং এর প্রধান উপদেষ্টা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও ছয়টি বিভাগের সভাপতি।