ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শুভাঢ্যা খালটাকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সমৃদ্ধ করে দিতে চাই – সৈয়দা রিজওয়ানা হাসান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’ শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি বিচার বিভাগ স্বাধীন, দক্ষ ও মানবিক হলে তবেই আস্থা অর্জন করতে পারবে: প্রধান বিচারপতি পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ইবি পার্শ্ববর্তী বাজারে শীতকালীন সবজির অগ্নিমূল্যে বিপাকে শিক্ষার্থীরা

মোঃ হাছান, ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ১৭৪ Time View

শীত মৌসুমের শুরুতেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে শীতকালীন সবজির দাম লাগামহীন ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতা ও শিক্ষার্থীদের জন্য এই মূল্যস্ফীতি হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ। প্রতিটি সবজি বাড়তি মূল্যে কিনতে হচ্ছে।

রোববার (১ ডিসেম্বর) ইবি পার্শ্ববর্তী শেখপাড়া বাজার পরিদর্শন করে দেখা যায়, বাজারে প্রচুর শীতকালীন সবজি থাকলেও দাম নাগালের বাইরে। বেগুনের দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছেছে, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। একইভাবে অন্যান্য সবজির দামেও ব্যাপক বৃদ্ধি হয়েছে। আলু ৭৫ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, নতুন আলু ১৫০ টাকা, টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা এবং বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মসুর ডাল প্রতি কেজি ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮০ টাকা এবং গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসউদ রহমান বলেন, “বাজারে গেলে যে কোনো পণ্যের দাম দেখে থমকে যেতে হয়। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এমন পরিস্থিতি ভয়াবহ। শীতকালীন সবজি সাধারণত কম দামে পাওয়া যায়, কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।”

এদিকে, বাজারের ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির জন্য সরবরাহ খরচ ও উৎপাদন ব্যয় বাড়ার কথা বলছেন।

শেখপাড়া বাজারের সবজি ব্যবসায়ী আল-আমিন বলেন, “আমরা বাজার থেকে বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছি। সার ও বীজের দাম অনেক বেশি হওয়ায় কৃষকরা উচ্চ দামে বিক্রি করছেন। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ইবি পার্শ্ববর্তী বাজারে শীতকালীন সবজির অগ্নিমূল্যে বিপাকে শিক্ষার্থীরা

মোঃ হাছান, ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
Update Time : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

শীত মৌসুমের শুরুতেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে শীতকালীন সবজির দাম লাগামহীন ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতা ও শিক্ষার্থীদের জন্য এই মূল্যস্ফীতি হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ। প্রতিটি সবজি বাড়তি মূল্যে কিনতে হচ্ছে।

রোববার (১ ডিসেম্বর) ইবি পার্শ্ববর্তী শেখপাড়া বাজার পরিদর্শন করে দেখা যায়, বাজারে প্রচুর শীতকালীন সবজি থাকলেও দাম নাগালের বাইরে। বেগুনের দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছেছে, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। একইভাবে অন্যান্য সবজির দামেও ব্যাপক বৃদ্ধি হয়েছে। আলু ৭৫ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, নতুন আলু ১৫০ টাকা, টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা এবং বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মসুর ডাল প্রতি কেজি ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮০ টাকা এবং গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসউদ রহমান বলেন, “বাজারে গেলে যে কোনো পণ্যের দাম দেখে থমকে যেতে হয়। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এমন পরিস্থিতি ভয়াবহ। শীতকালীন সবজি সাধারণত কম দামে পাওয়া যায়, কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।”

এদিকে, বাজারের ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির জন্য সরবরাহ খরচ ও উৎপাদন ব্যয় বাড়ার কথা বলছেন।

শেখপাড়া বাজারের সবজি ব্যবসায়ী আল-আমিন বলেন, “আমরা বাজার থেকে বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছি। সার ও বীজের দাম অনেক বেশি হওয়ায় কৃষকরা উচ্চ দামে বিক্রি করছেন। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

নওরোজ/এসএইচ