ইতিহাসের সবচেয়ে বড় ওপেনিং রেকর্ড করলো রকের সিনেমা

- Update Time : ০৮:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ১১৩ Time View
আমাজন এমজিএমের হলিডে অ্যাকশন কমেডি হিসেবে মুক্তি পেয়েছে ‘রেড ওয়ান’। দ্য রক খ্যাত তারকা ডোয়াইন জনসন অভিনীত সিনেমাটি এই প্ল্যাটফর্মের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির প্রথম চার দিনে বিশ্বব্যাপী ৫০ মিলিয়ন দর্শক দেখেছেন সিনেমাটি।
এটিই এখন অ্যামাজনে সর্বোচ্চ দর্শক পাওয়া সিনেমা। এর আগে ‘রেড হাউজ’ সিনেমার দখলে ছিল অবস্থানটি। সেই ছবিটির ৫০ মিলিয়ন দর্শক পেতে সময় লেগেছিল দুই সপ্তাহ।
নেটফ্লিক্স এবং ডিজনি+ মোট দর্শক সংখ্যা দিয়ে সিনেমার সময়কাল ভাগ করে তাদের পরিসংখ্যান নির্ধারণ করে। তবে আমাজন এই পরিসংখ্যান গণনা করার সুনির্দিষ্ট পদ্ধতি প্রকাশ করেনি।
অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রধান জেনিফার সালকি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি হলিউড রিপোর্টারকে বলেন, ‘প্রত্যেকটি সিনেমার স্বাদ ও আমেজ আলাদা। ‘রেড ওয়ান’ অন্য সবার চেয়ে আলাদা। এই ছবিটি পেয়ে আমরা খুশি। ছবির নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ।’
‘রেড ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৬ নভেম্বর। এটি উত্তর আমেরিকায় ৩,০০০ এবং আন্তর্জাতিকভাবে ৩,৩০০ স্ক্রিনে প্রদর্শিত হয়েছে। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয়ের পরিমাণ ১৭৫ মিলিয়ন ডলারেরও বেশি। তবে অনলাইনে আসতেই দর্শক ছবিটি লুফে নিয়েছেন আরও বেশি পরিমাণে।
সিনেমাটিতে জনসনকে দেখা যায় অপহরণ হওয়া সান্তা ক্লজকে উদ্ধারের মিশনে। সান্তাকে বাঁচানোর জন্য একজন হ্যাকারের সঙ্গে মিলে কাজ করেন তিনি। জনসনের চরিত্রটি উত্তর মেরুর নিরাপত্তা প্রধানের। তার অভিনয়, অ্যাকশনের চমৎকার উপস্থাপন, রোমাঞ্চকর অভিযাত্রা এবং ক্রিসমাসের ছুটির সময়ে মুক্তি পাওয়ার সুযোগ ‘রেড ওয়ান’-কে বড় সাফল্যের পথ দেখিয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়