ইজতেমায় যৌতুকবিহীন ৯ বিয়ে সম্পন্ন

- Update Time : ০৬:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৯ Time View
তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বাদ আসর ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় এ যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। এবার ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো সম্পন্ন হয়েছে।
যৌতুকবিহীন বিবাহ করেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মোঃ সাজ্জাদ হোসেন, সজিব খান। মাওলানা সা’দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম বিষয়টি নিশ্চিত করেন। বিয়ে পড়ানোর পর মাওলানা ইউসুফ বিন সাদ সকল দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়।
সেই সাথে তিনি (ইউসুফ বিন সাদ) বলেন, বিয়েতে কাজী তো বিয়ে পড়ানোর জন্য ফি নেয়৷ তবে সেই ফি হিসেবে টাকার বিনিময় হয়। তবে যেহুতু এখন কাজী আমি (ইউসুফ বিন সাদ)। আমি ফি হিসেবে চাই যারা বিয়ে করতে এসেছেন সকলে ৪ মাস করে চিল্লায় বের হবেন, ইসলামের দাওয়াত দিবেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারী) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের সমাপ্তি ঘটবে।