ব্রেকিং নিউজঃ
ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

মো: হানিফ হোসেন
- Update Time : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪১ Time View
গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ।
দুপুর ১টা ৩০ মিনিটে খুতবা দিয়ে শুরু হয় এই বিশাল নামাজ। মাওলানা সাদ কান্ধালভীর বড় ছেলে, মাওলানা ইউসুফ বিন সাদ, জুমার নামাজে ইমামতি করেন।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নামাজের আগে দুপুর ১:৩০ মিনিটে খুতবা শুরু হয় এবং এরপর মুসল্লিরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন।
এদিকে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। তারা ময়দানে এসে দীর্ঘ দোয়ায় অংশ নেন, যার ফলে উপস্থিত মুসল্লিরা আবেগ প্রবণ হয়ে পড়েন।