তদন্ত শুরু করেছে দুদক
ইকবালুর রহিমের অবৈধ সম্পদের পাহাড়!

- Update Time : ০৩:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ২৪৯ Time View
দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদ অর্জন পাচারের অভিযোগে দিনাজপুর সদরের সদ্য সাবেক সাংসদ ইকবালুর রহিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক।
বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুর্নীতিবিরোধী সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ঢাকার উত্তরায় বাড়ি নম্বর-১২, সেক্টর-১০, রোড-১২, উত্তরা মডেল টাউনে ৫ কাঠা জমির উপর বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, দুটি গাড়ি, দিনাজপুরের উথরাইল মৌজা, পাঁচকুড় মৌজা, রামপুর মৌজা ও জালালপুর মৌজায় বিপুল পরিমাণ জমি রয়েছে। এছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা, গুমসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হচ্ছেন।
তাদের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। অনেকের ব্যাংক হিসাব জব্দ করা এবং বিদেশযাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।