ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ২৭ Time View

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই । ছবি: সংগৃহীত

তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ, এবং তা সর্বতোভাবে রক্ষা করা হবে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই সামান্যতম নমনীয়তাও দেখাবে না।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি ও পারমাণবিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ, এবং এটি অবশ্যই সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবি প্রমাণ করে যে, তারা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয়।

ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেছে। আগের দফাগুলোর মতো এবারও আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।

এর আগে ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, রোমে ইরান-যুক্তরাষ্ট্র পঞ্চম পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থান আবারও স্পষ্ট ও সরাসরি উপস্থাপন করা হয়েছে। আলোচনা ছিল শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে।

তিনি আরও জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেসব প্রস্তাব ও ধারণা দিয়েছেন সমস্যা সমাধানের জন্য, তা এই দফায় পর্যালোচনা করা হয়েছে।

ইরানি মুখপাত্র বলেন, রাজধানীগুলোতে আরও বিশ্লেষণের পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবগুলোর বিশদ পর্যালোচনা করে উভয় পক্ষকে অবহিত করবেন। আলোচনার পরবর্তী ধাপের তারিখ ও স্থান পরে নির্ধারণ করে ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরে আসবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ, এবং তা সর্বতোভাবে রক্ষা করা হবে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই সামান্যতম নমনীয়তাও দেখাবে না।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি ও পারমাণবিক শিল্পের অবিচ্ছেদ্য অংশ, এবং এটি অবশ্যই সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবি প্রমাণ করে যে, তারা আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয়।

ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেছে। আগের দফাগুলোর মতো এবারও আলোচনায় নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।

এর আগে ইসমাইল বাঘাই শুক্রবার সন্ধ্যায় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, রোমে ইরান-যুক্তরাষ্ট্র পঞ্চম পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থান আবারও স্পষ্ট ও সরাসরি উপস্থাপন করা হয়েছে। আলোচনা ছিল শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে।

তিনি আরও জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যেসব প্রস্তাব ও ধারণা দিয়েছেন সমস্যা সমাধানের জন্য, তা এই দফায় পর্যালোচনা করা হয়েছে।

ইরানি মুখপাত্র বলেন, রাজধানীগুলোতে আরও বিশ্লেষণের পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবগুলোর বিশদ পর্যালোচনা করে উভয় পক্ষকে অবহিত করবেন। আলোচনার পরবর্তী ধাপের তারিখ ও স্থান পরে নির্ধারণ করে ঘোষণা করা হবে।