ইউট্যাব কুবি ইউনিটের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা

- Update Time : ১১:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১১৩ Time View
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং কর্মকর্তা–কর্মচারী পরিষদের সদস্যরা।
বুধবার (১৪মে) দুপুরে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরিফুল করিম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ অন্যান্য সদসরা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা–কর্মচারী পরিষদের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমরা একটি পেশাজীবি সংগঠন, বাংলাদেশে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবিদের সংগঠন রয়েছে। আমাদের যে শিক্ষক কমিউনিটি রয়েছে তাদের সার্বিক উন্নয়নে কাজ করাই এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক ও কাঠামোগত এবং পলিসি উন্নয়নে কাজ করা এই সংগঠনের লক্ষ্য।’