আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন: পাকিস্তানের সেনাপ্রধান

- Update Time : ০৯:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬১৯ Time View
দেশের নেতৃত্বে কোনো পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে, এ সংক্রান্ত তথ্যকে সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারিত গুজব বলে বর্ণনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
ব্রাসেলসে সিনিয়র সাংবাদিক সোহেল ওয়ারাইচের সঙ্গে আলাপকালে পাক সেনাপ্রধান বলেন, ‘আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন’। অন্য কোনো পদের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান আসিম মুনির।
তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক ঐক্য কেবলমাত্র সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার মাধ্যমেই সম্ভব।
গেল জুলাই মাসে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে এবং সেনাপ্রধান আসিম মুনির সর্বোচ্চ এই পদে বসতে পারেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেন।
শেহবাজ বলেছিলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি, এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই’। অন্যদিকে নকভি এটিকে প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে একটি ‘দূষিত প্রচারণা’ বলে অভিহিত করেছিলেন।
জ্যেষ্ঠ সাংবাদিক সোহেলের সাথে আলাপচারিতায়, ফিল্ড মার্শাল মুনির চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা এক বন্ধুকে অন্য একজনের স্বার্থে ত্যাগ করব না।’
প্রতিবেদন মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। সম্প্রতি তিনি হোয়াইট হাউসে সেনাপ্রধান মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন, যা ভারতকে ‘অস্থির’ করে তুলেছে এবং একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে।
সূত্র: জিও নিউজ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়