আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ

- Update Time : ০৮:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৯৮ Time View
বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কার কাছে বিশাল পরাজয়ে শেষ হয়ে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন।
আজ সোমবার জিম্বাবুয়েতে চলমান বাছাইপর্বে আইরিশদের ১৩৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
তাদের ৩২৫ রান তাড়ায় আইরিশরা থামে মাত্র ১৯২ রানে। এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে খেলতে পারছে না আয়ারল্যান্ড।
২০১৯ আসরের বাছাইপর্ব থেকে মূল পর্বে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান।
বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২৫ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা।
অভিজ্ঞ ওপেনার দিমুথ করুনারত্নে খেলেন ১০৩ বলে ১০৩ রানের ইনিংস।
ক্যারিয়ারের দ্বিতীয় তিন অংকের ইনিংসে তিনি হাঁকান ৮টি বাউন্ডারি। তবে সেঞ্চুরি মিস করেছেন সাদিরা সামারাবিক্রমা।
গ্যারেথ ডেনলির বলে আউট হওয়ার আগে করেন ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ৮২ রানের ইনিংস।
এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ৩৫ বলে ৪২, চারিথ আশালাঙ্কা ৩০ বলে ৩৮ রান করেন। জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড।
তাদের ওপেনিং জুটি ভাঙে ২১ রানে। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১০ ওভার বল করে ৭৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ৪র্থ বার ৫ উইকেট নিলেন ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। ৩১ ওভারে ১৯২ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।
বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে প্রত্যাশিত ফলাফল আনতে পারেনি আয়ারল্যান্ড। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরে বাদ পড়ে গেছে অ্যান্ড্রু ব্যালবার্নির দল।
সর্বশেষ রোববার (২৫ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রানের বড় ব্যবধানে হারে বিশ্বকাপ বাছাই থেকে আইরিশদের বিদায় নিশ্চিত হয়।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার দিমুথ করুণারত্নের সেঞ্চুরি (১০৩) ও সাদিরা সমরবিক্রমার ৮২ রানেই ইনিংসে ভর করে ৩২৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
জবাবে আয়ারল্যান্ড গুঁড়িয়ে যায় মাত্র ১৯২ রানে। লঙ্কানদের হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই নেন পাঁচ উইকেট। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা তিন ম্যাচেই ফাইফারের দেখা পেয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ে স্মরণীয় সময় কাটছে হাসারাঙ্গার। লঙ্কান লেগ স্পিন তারকার ঘূর্ণির জালে আটকা পড়ছে প্রতিপক্ষের ব্যাটাররা। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই ১৬ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পর গত দুই ম্যাচে ৫টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।
এদিকে, আয়ারল্যান্ড ছাড়াও গ্রুপ ‘বি’ থেকে ছিটকে গেছে সংযুক্ত আরব আমিরাত। বাকি তিন দল খেলবে সুপার সিক্সে। শ্রীলঙ্কা ছাড়াও গ্রুপ বি থেকে পরের পর্বে যাবে স্কটল্যান্ড এবং ওমান। যে আয়ারল্যান্ড বিশ্বকাপের মঞ্চে এর আগে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে, সেই দলই ছিটকে গেল।
Ireland get bowled out for 192.
Congratulations to @OfficialSLC and best of luck for the rest of the tournament 👏
Scorecard ➡️ https://t.co/Vhm8ki7vX5#BackingGreen ☘️🏏
📸 @GettyImages @cricketworldcup pic.twitter.com/4FADOWyz8l
— Cricket Ireland (@cricketireland) June 25, 2023
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়