আমেরিকায় পুরান তান্ডবে চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক

- Update Time : ০৭:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৭৪ Time View
মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি তাদের প্রাপ্তির খাতায় আরেকটি ট্রফি যুক্ত করলো। আমেরিকায় তারা বিজয় নিশান উড়ালো রোববার।
অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাটিং তান্ডবে প্রথম মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক। সিয়াটল ওরকাসের ১৮৩ রানের জবাবে মাত্র ১৬ ওভারে জিতে যায় এমআই নিউ ইয়র্ক। ৩ উইকেটে ১৮৪ রান করে তারা।
ফাইনালে সাত উইকেটের জয়ে বিধ্বংসী ইনিংস খেলেন কিয়েরন পোলার্ডের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত নেতৃত্ব পাওয়া পুরান।
ইনিংসে তৃতীয় বলে রানের খাতা না খুলে উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন পুরান। ৪০ বলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার ম্যাচ শেষ করে দিয়ে ক্ষান্ত হন। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছয়ে ১৩৭ রানে অপরাজিত ছিলেন পুরান। এ ছাড়া ডেভাল্ড ব্রেভিস ও টিম ডেভিড ২০ ও ১০ রানের ইনিংস খেলেন।
পাওয়ার প্লেতে জয়ের ভিত গড়ে এমআই নিউ ইয়র্ক। ৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করে তারা। আর ১০ ওভার খেলে লক্ষ্য পূরণ করে দলটি। ম্যাচের স্মরণীয় মুহূর্ত ছিল এমআইয়ের ইনিংসের ১৬তম ওভারে।
ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার হারমিত সিংকে একটি বাউন্ডারি ও টানা তিন ছয়ে ২৪ রান তোলেন। টুর্নামেন্টের সেরা স্কোরও এদিন করেছেন পুরান। সব মিলিয়ে তার নামের পাশে ৩৮৮ রান। শীর্ষ ব্যাটারের মতো বোলারের তালিকাতেও এক নম্বরে এমআইয়ের পেসার ট্রেন্ট বোল্ট (২২)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়