ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপি’র সাথে এনসিপি’র বৈঠক বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর” 

আমেরিকা কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না: ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০ Time View

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, রাজনীতিবিদদের সমর্থন করে না। মার্কিন সরকার বাংলাদেশের জনগণের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং প্রত্যাশা করে যে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিন সদস্যের প্রতিনিধি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রবেশ করেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কেউ সেখানে ছিলেন না।

সাক্ষাৎ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, মার্কিন সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য সমর্থন করে। একইসঙ্গে মার্কিন সরকার আশা করে যে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

দেশের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত জানান, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ও লক্ষ্য সম্পর্কে জানতে তারা বৈঠক করে। একইভাবে, রাজনীতিবিদদের লক্ষ্য সম্পর্কে জানতে তাদের সঙ্গেও সাক্ষাৎ করা হয়। নির্বাচনের ফল নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে তিনি।

Please Share This Post in Your Social Media

আমেরিকা কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না: ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক
Update Time : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, রাজনীতিবিদদের সমর্থন করে না। মার্কিন সরকার বাংলাদেশের জনগণের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং প্রত্যাশা করে যে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিন সদস্যের প্রতিনিধি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রবেশ করেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কেউ সেখানে ছিলেন না।

সাক্ষাৎ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, মার্কিন সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য সমর্থন করে। একইসঙ্গে মার্কিন সরকার আশা করে যে, এই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে। যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

দেশের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত জানান, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ও লক্ষ্য সম্পর্কে জানতে তারা বৈঠক করে। একইভাবে, রাজনীতিবিদদের লক্ষ্য সম্পর্কে জানতে তাদের সঙ্গেও সাক্ষাৎ করা হয়। নির্বাচনের ফল নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে তিনি।