আমি মনে হয় স্বর্গে যেতে পারব না: ট্রাম্প
- Update Time : ১২:৪৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৪০০১ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, স্বর্গে যাওয়ার মতো কিছু করেননি তিনি। সোমবার ইসরাইল যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।’
ট্রাম্প হেসে বলেন, ‘আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে, এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’
এরপর মজা করে তিনি আরো বলেন, ‘আমরা এখন এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ! আমি নিশ্চিত না যে, স্বর্গে যেতে পারব কি না, তবে আমি জানি, আমি অনেক মানুষের জীবন রক্ষায় ভালো কিছু করেছি।’
ট্রাম্প এরপর অভিযোগ করে বলেন, ‘২০২০ সালের নির্বাচন যদি কারচুপির না হতো, তাহলে জো বাইডেনের জায়গায় আমি হোয়াইট হাউজে থাকতাম।
আর আমি থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে পারতেন না। সেটিও হতো আরেকটি বড় সংঘাতের সমাপ্তি।’
তিনি আরো বলেন, ‘বাইডেন প্রশাসন ছিল অদক্ষ। একজন অযোগ্য প্রেসিডেন্ট দেশ চালিয়েছেন। আর সেই জালিয়াত নির্বাচনের কারণেই লাখ লাখ মানুষ মারা গেছে। ইসরাইল ইস্যুও অনেক কঠিন হয়ে পড়েছিল আগের প্রশাসনের কারণে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































