ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

আমি গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

তাসনিয়া ফারিণ। সংগৃহীত ছবি

বিনোদন জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক। এর মধ্যেই তিনি নাটক, সিনেমা এবং ওটিটি সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন। সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান তাসনিয়া ফারিণ। তাই টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন চমকের কতা জানালেন ফারিণ— সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

অভিনয়ের মানুষ তাসনিয়া ফারিণ এখন গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিণ।তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছির। গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করে।

ফারিণ বলেন, নতুন গানটি নিয়ে তিনি সন্তুষ্ট। আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা।তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে নতুন কিছু করতে। কেউ এটাকে শুধুই বাণিজ্যিক কিংবা কেউ শুধু শিল্পও বলতে পারবে না। ‘মন গলবে না’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ আরও বলেন, আমার অভিনয়ের ধরন এক রকমভাবে প্রতিষ্ঠিত। আমি গানেও কিছু একটা করতে চাই। গানটা এখন সিরিয়াসলি করছি।সামনে আমার প্রোডাকশন হাউস থেকে গানটা নিয়মিত করব। বরাবরই আমার প্রেরণায় টেইলর সুইফট। স্কটল্যান্ডে যখন সরাসরি তার কনসার্ট দেখেছি—বুঝেছি শিল্পী হিসেবে তিনি কতটা শক্তিশালী, ব্যক্তিত্ববান। সেই সঙ্গে তার বিশাল ভক্তকুল।

তিনি বলেন, এ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করেছ— কেন আমি গানটা সিরিয়াসলি নিচ্ছি না? কারণ আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গায়িকা হব। মনে হয়েছে, এখনো যদি সিরিয়াসলি গানটা করি, তাহলে মানুষের ভালোবাসার একটা জায়গায় যেতে পারব। সেই জায়গা থেকে আমি আমার নতুন গানকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। পপ গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে কস্টিউম থেকে শুরু করে অন্য বিষয়ে সেভাবে নজর দিয়েছি। তবে টেলর সুইফটকে কপি করিনি, ভিডিওতে যেভাবে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপন করেছি, তাতে অনেকে অনুপ্রেরণা মনে করতেও পারেন বলে জানান অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

আমি গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
Update Time : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিনোদন জগতের ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক। এর মধ্যেই তিনি নাটক, সিনেমা এবং ওটিটি সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন। সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান তাসনিয়া ফারিণ। তাই টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন চমকের কতা জানালেন ফারিণ— সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

অভিনয়ের মানুষ তাসনিয়া ফারিণ এখন গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিণ।তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছির। গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করে।

ফারিণ বলেন, নতুন গানটি নিয়ে তিনি সন্তুষ্ট। আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা।তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে গিয়ে নতুন কিছু করতে। কেউ এটাকে শুধুই বাণিজ্যিক কিংবা কেউ শুধু শিল্পও বলতে পারবে না। ‘মন গলবে না’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ আরও বলেন, আমার অভিনয়ের ধরন এক রকমভাবে প্রতিষ্ঠিত। আমি গানেও কিছু একটা করতে চাই। গানটা এখন সিরিয়াসলি করছি।সামনে আমার প্রোডাকশন হাউস থেকে গানটা নিয়মিত করব। বরাবরই আমার প্রেরণায় টেইলর সুইফট। স্কটল্যান্ডে যখন সরাসরি তার কনসার্ট দেখেছি—বুঝেছি শিল্পী হিসেবে তিনি কতটা শক্তিশালী, ব্যক্তিত্ববান। সেই সঙ্গে তার বিশাল ভক্তকুল।

তিনি বলেন, এ বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করেছ— কেন আমি গানটা সিরিয়াসলি নিচ্ছি না? কারণ আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গায়িকা হব। মনে হয়েছে, এখনো যদি সিরিয়াসলি গানটা করি, তাহলে মানুষের ভালোবাসার একটা জায়গায় যেতে পারব। সেই জায়গা থেকে আমি আমার নতুন গানকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছি। পপ গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে কস্টিউম থেকে শুরু করে অন্য বিষয়ে সেভাবে নজর দিয়েছি। তবে টেলর সুইফটকে কপি করিনি, ভিডিওতে যেভাবে বাণিজ্যিক ধাঁচে উপস্থাপন করেছি, তাতে অনেকে অনুপ্রেরণা মনে করতেও পারেন বলে জানান অভিনেত্রী।