আবারও শুটিং শুরু করলেন পরীমণি

- Update Time : ০৭:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৩১৪ Time View
সন্তান জন্মের আগে থেকেই নিজেকে শুটিং থেকে সরিয়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। আবারও গতকাল বুধবার থেকে শুটিংয়ে ফিরলেন তিনি। বিষয়টি গতকাল বুধবার সকালে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।
তিনি বলেন, একটু আগে কাজ শুরু করলাম। বিষয়টি নিয়ে এখনি বিস্তারিত কিছু বলা যাবে না। এদিকে সকালে পরীমণি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, সে মায়ের সাথে শুটিং এ যাচ্ছে। ফেসবুক পোস্টের মন্তব্যে পরীমণির ছেলে রাজ্যকে অনেক ভালোবাসা জানাচ্ছে শিল্পীরা। ফারিয়া খন্দকার নামে একজন লিখেছেন, মা, ছেলের জন্য অনেক ভালোবাসা। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’।
ওয়েব ফিল্মটিতে নামভ‚মিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য! এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে স¤প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে।
এ ছাড়া তরুণ রাজনীতিকের ভ‚মিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমণির ঘনিষ্ঠতা দেখা গেছে। ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক সহিদ উন নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা ‘বাবা’ বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই ‘পাফ ড্যাডি’র গল্প।
এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়