জয়নুল আবদিন ফারুক
‘আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস’

- Update Time : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ২৪৭ Time View
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেছেন, আপনি শুধু একজন ব্যক্তি ইউনূস নন, আপনি এই দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। আমরা আপনার পদত্যাগ চাই না।
শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, ড. ইউনূসকে অবমূল্যায়ন করা উচিত নয়। যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের গর্ব। আমরা তার প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখব।
তিনি সতর্ক করে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের ভেতরে কিছু আওয়ামীপন্থি ষড়যন্ত্রী থাকতে পারে- তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এসব চক্রান্ত ব্যর্থ হলে দেশের মানুষকেই চরম ভোগান্তিতে পড়তে হবে।
তিনি আরও বলেন, ড. ইউনূসকে রাজনৈতিকভাবে হেয় করতে যারা চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। আমরা চাই, এসব ষড়যন্ত্রের বিচার হোক এবং যারা ন্যায়ের পক্ষে আছেন, তারা যেন দুর্বল না হন।
তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলেন, ‘আপনি নন্দিত, ইতিহাসে আপনার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকুক। যদি নিন্দিত হয়ে বিদায় নেন তাহলে আমরা মনে কষ্ট পাব। আপনি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। তাহলে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে।’
গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতাশা এবং তার পদত্যাগের ভাবনার সংবাদে তিনি বিস্মিত হয়েছেন।
ফারুক বলেন, ‘বৃহস্পতিবার আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না। আপনি এনসিপি নেতাকে বলেছেন, আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।’
ফারুক বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল নিবার্চনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনো নির্বাচনের তপশিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ফারুক বলেন, এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছি। অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।