আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্যাব্রিয়েল
- Update Time : ০৩:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ১৫৪ Time View
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন শ্যানন গ্যাব্রিয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সটাগ্রামের এক পোস্টে ওয়েস্ট ইন্ডিজ পেসার জানান, এখানেই থামতে চান তিনি। ক্যারিবিয়ান ক্রিকেটে আর কখনোই দেখা যাবে না এই পেসারকে। বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানান গ্যাব্রিয়েল।
৩৬ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে গ্যাব্রিয়েল বলেন, শেষ ১২ বছর ধরে আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নিবেদিত ছিলাম। এই ভালোবাসার খেলাটার সর্বোচ্চ পর্যায়ে অংশ নেওয়া আমাকে অসামান্য আনন্দ এনে দিয়েছিল। কিন্তু যেমনটা হয় সব ভালো কিছুরই একটা শেষ আছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক যুগের ক্যারিয়ারে ৮৬ ম্যাচ খেলেছেন শ্যানন গ্যাব্রিয়েল। যার মাঝে ছিল ৫৯ টেস্ট, ২৫ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি। এক যুগের ক্যারিয়ারে পেয়েছেন ২০২ উইকেট। সবশেষ খেলেছেন গেল বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। শ্যানন গ্যাব্রিয়েলকে মনে রাখা হবে তার টেস্ট ক্যারিয়ারের জন্যই। ১৬৬ উইকেট পেয়েছিলেন এই ফরম্যাটে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সামনের দিনগুলো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ক্লাব ক্রিকেটে এবং ফ্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান গ্যাব্রিয়েল।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































