আন্তঃঅনুষদ ক্রিকেটে শিরোপা জয় কৃষি অনুষদের

- Update Time : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৭২ Time View
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ (৩০ জুন) অনুষ্ঠিত আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে কৃষি অনুষদ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে তারা হারিয়েছে কৃষি অর্থনীতি অনুষদকে।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুকূল আবহাওয়ায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কৃষি অর্থনীতি অনুষদ। নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে কৃষি অনুষদ তিন বল ও চার উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ম্যাচ জয় নিশ্চিত করে।
দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন কৃষি অনুষদের মিথুন বিশ্বাস। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক কৃতিত্ব দেখিয়ে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’-এর স্বীকৃতি পান একই অনুষদের শাহরিয়ার মোস্তাকিম।

অন্যদিকে ফাইনাল ম্যাচের আমেজে বাড়তি মাত্রা যোগ করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। রংপুর স্টিলের সৌজন্যে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় হাড়িভাঙ্গা আম, কাঁঠাল ও লটকন জাতীয় মৌসুমি ফল। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় প্রায় এগারোশো কেজি আম। খেলা দেখতে আসা শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন খেলার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ বিজয়ী এবং বিজিত উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মননের বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে আরও বেশি খেলাধুলার আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়