আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর

- Update Time : ০৩:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৪৭ Time View
দীর্ঘদিন ধরে বড় পর্দার বাহিরে আনুশকা শর্মা। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনও কোনো অনুষ্ঠান, আবার কখনও পুরনো বিতর্ক- সব জায়গাতেই অভিনেত্রী থাকেন চর্চার কেন্দ্রে।
বলিউডে আনুশকা বর্তমানে যখন কেবলই অতীতের মধুর স্মৃতিচারণ তখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি। যেখানে তিনি স্বীকার করেছিলেন, ‘আমি সত্যিই আনুশকা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।’
ঘটনাটি ঘটে ২০১৬ সালে। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আদিত্য চোপড়াকে আনুশকাকে ‘রব নে বনা দি জোড়ি’-তে স্বাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনি নাকি আনুশকার ছবি দেখে মুগ্ধ হননি।
রব নে বনা দি জোড়ি ছিল আনুশকার প্রথম সিনেমা। এতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে।
করণ জোহরের এ চমকপ্রদ স্বীকারোক্তি করেছিলেন আনুশকার সামনেই। এতে নতুন করে বিতর্কের জন্ম দেয়- বলিউড পাড়ায়।
তবে সব বাধা পেরিয়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা। ‘এনএইচ টেন’, ‘পিকে’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘সুই ধাগা’, ‘সঞ্জু’র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।
২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।
তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়