ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ৪৮ Time View

জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ টেঁটা, বল্লম, দা-ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হন সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও অলি আহামদ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

অপরদিকে ডিএসবি পুলিশ কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে একজন ও জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ টেঁটা, বল্লম, দা-ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হন সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও অলি আহামদ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

অপরদিকে ডিএসবি পুলিশ কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় সদর হাসপাতালে একজন ও জেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।