ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য চ্যা্লেঞ্জ স্বরূপ: জামায়াত আমীর

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৮৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র এখনো থামেনি। আসন্ন জাতীয় নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও বড় চ্যালেঞ্জ। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন সাধনে জামায়াত জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধা দেখলে ভয় পেলে চলবে না। আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাব।”

রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে জামায়াত জনগণের রায়কে শ্রদ্ধা করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামত ভোগ করবে, ইনশাআল্লাহ।”

জামায়াতের আমীর আরও বলেন, জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দিতে প্রস্তুত, তবে দায়িত্ব নিয়ে কাজ করবে। এজন্য দলের নেতাকর্মীদের ত্যাগের মানসিকতা লালন করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট-৪, ৫ ও ৬ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “অতীতের শাসকরা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল, জনগণের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি। অথচ চারদলীয় জোট সরকারের সময় আমাদের দুই মন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আবেগ নয়, সময়কে কাজে লাগাতে হবে। রাজনৈতিক সমালোচনায় বিচলিত হওয়া ঠিক নয়। কেউ ভুল করলে নিঃসংকোচে ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের বিনয়ী হতে হবে।”

Please Share This Post in Your Social Media

আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য চ্যা্লেঞ্জ স্বরূপ: জামায়াত আমীর

মো.মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র এখনো থামেনি। আসন্ন জাতীয় নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও বড় চ্যালেঞ্জ। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন সাধনে জামায়াত জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধা দেখলে ভয় পেলে চলবে না। আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাব।”

রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে জামায়াত জনগণের রায়কে শ্রদ্ধা করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামত ভোগ করবে, ইনশাআল্লাহ।”

জামায়াতের আমীর আরও বলেন, জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দিতে প্রস্তুত, তবে দায়িত্ব নিয়ে কাজ করবে। এজন্য দলের নেতাকর্মীদের ত্যাগের মানসিকতা লালন করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট-৪, ৫ ও ৬ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “অতীতের শাসকরা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল, জনগণের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি। অথচ চারদলীয় জোট সরকারের সময় আমাদের দুই মন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আবেগ নয়, সময়কে কাজে লাগাতে হবে। রাজনৈতিক সমালোচনায় বিচলিত হওয়া ঠিক নয়। কেউ ভুল করলে নিঃসংকোচে ক্ষমা চাইতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের বিনয়ী হতে হবে।”