আখতারের ওপর হামলা: কনসাল জেনারেলের পদত্যাগ দাবি এনসিপির

- Update Time : ০৭:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১৪২ Time View
নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের ‘হামলার ঘটনায় ব্যর্থতার জন্য’ কনসাল জেনারেলের পদত্যাগ দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, “এ হামলার সঙ্গে কূটনৈতিক মিশনের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারে।”
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিন দলের পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে এনসিপির দুজন হলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
মুহম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বেরিয়ে গেলেও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীগণের বিক্ষোভের মধ্যে পড়েন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।
ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় শাহবাগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।একইসঙ্গে দেশের সকল জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল হবে জানিয়ে সরকারের কাছে কিছু দাবি তিনি তুলে ধরেন।১.নিউ ইয়র্কের ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেপ্তার করা।২.অবিলম্বে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ।৩.ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।৪.‘ফ্যাসিবাদী জামানায় নিযুক্ত আওয়ামী দোসরদের’ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করা।৫.অগাস্টে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করা।৬.‘জুলাই গণহত্যার’ বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়