আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

- Update Time : ০৪:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫৯ Time View
ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজিপুরে ৫ নেতা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। তারা ৫ জনই স্থানীয় একটি কলেজে চাকরি করেন।
পদত্যাগকারীরা নেতারা হলেন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, আমাদের ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয় স্বেচ্ছায়, স্বজ্ঞানে এ পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা।
তারা বলেন, ভবিষ্যতে কেউ আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে জড়াবে না বলে জানানো হয়।
পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।